বেসরকারি কোম্পানিকে জমি দেওয়ার অভিযোগ পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে !

প্রতিদিন লক্ষাধিক ডিম উৎপাদন হলে এলাকার পরিবেশ দূষণ হবে।

author-image
Adrita
New Update
ফ

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর: রাজ্যের মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প "মাটি সৃষ্টি" প্রকল্পের অধীনে তিনটি স্ব-সহায়ক গোষ্ঠীর প্রায় ৩০ জন মহিলাকে উৎখাত করে সেই প্রকল্পের জমি বেসরকারি কোম্পানিকে লিজ দেওয়ার অভিযোগ উঠল গড়বেতা ৩ নং পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে।

তফ্র

গত দুবছর ধরে নিজেদের প্রকল্পের জমি ফিরে পেতে পঞ্চায়েত প্রশাসন, বিডিওর দ্বারস্থ উড়াসাই গ্রামের মহিলারা। মাটি সৃষ্টি প্রকল্পের অধীনে স্ব সহায়ক গোষ্ঠীর মহিলাদের অভিযোগ, গত ২০২১ সালে জেলা প্রশাসনের পক্ষ থেকে গরবেড়িয়া, বেলামা গ্রামের ৩০ জন মহিলাকে প্রায় ৭ বিঘা জমি দেওয়া হয় মাটি সৃষ্টি প্রকল্পের অধীনে চাষবাস করার জন্য। এরপর মহিলারা চাষবাসও করেন, কিন্তু জলের ব্যবস্থা না থাকায় নষ্ট হয়ে যায় চাষবাস। মহিলাদের আবেদনের ভিত্তিতে বছর খানেক ওই জায়গায় বসানো হয় সোলার পাম্প। কিন্তু তারপর থেকে ওই জায়গায় আর কোন কাজ করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। মহিলারা জানান, শুনছি কলকাতার কোন কোম্পানিকে ওই জায়গাটি লিজে দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু একটি সরকারি প্রকল্পে দেওয়া জমি কিভাবে কোন কোম্পানিকে দিয়ে দেওয়া হলো, তা নিয়েই প্রশ্ন তুলেছেন মহিলারা।

তর

এলাকায় এই ধরণের প্রতিদিন লক্ষাধিক ডিম উৎপাদন হলে এলাকার পরিবেশ দূষণ হবে। তাই আমরা চাই ডিম উৎপাদন কেন্দ্র না করে অন্য কিছু করুক কোম্পানি, তাতে গ্রামবাসীর কোন আপত্তি থাকবেনা। যদিও ওই বেসরকারি  কোম্পানির পক্ষ থেকে সমস্ত বিষয়টি স্বীকার করে নিয়েই জানানো হয়, পঞ্চায়েত সমিতি থেকে ১৮ একর জায়গা আমাদের দেড় লক্ষ টাকা বছর প্রতি লিজে দেওয়া হয়েছে ৩০ বছরের জন্য। কারা এখানে কি প্রকল্পে কাজ করতো আমাদের জানা নেই। আমাদের সঙ্গে মহিলাদের বা গ্রামবাসীদের কোন বিরোধ নেই। অন্যদিকে এবিষয়ে স্থানীয় উড়াসাই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুজন ভূঁইয়া দায় চাপিয়ে দিয়েছেন গড়বেতা ৩নং পঞ্চায়েত সমিতির ঘাড়ে।
গড়বেতা ৩ নং পঞ্চায়েত সমিতির সভাপতি চিন্ময় সাহা অবশ্য এরজন্য দায় চাপিয়েছেন আগের পঞ্চায়েত সমিতির ঘাড়ে। তবে আগামী এক সপ্তাহের মধ্যেই মাটি সৃষ্টি প্রকল্পের অধীনে স্ব সহায়ক গোষ্ঠীর মহিলাদের বিকল্প জমি এবং জলের ব্যবস্থা করে দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

র

গড়বেতা ৩নং ব্লকের বিডিও দীপাঞ্জন ভট্টাচার্য বলেন, বিষয়টি জানতে পেরেছি, '' পুরো বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি। '' 

Add 1