নিজস্ব সংবাদদাতাঃ ২০২৪ সালের মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন নিয়ে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তথা বারামতি বিধানসভা কেন্দ্রের এনসিপি প্রার্থী অজিত পাওয়ার বলেন, "আজ আমি বারামতী থেকে অষ্টমবারের জন্য মনোনয়ন জমা দিলাম। আমি উদ্ধবের নেতৃত্বাধীন সরকারে ডিসিএম হিসাবে কাজ করেছি, পরে আমি বিরোধী নেতা হয়েছি, তারপরে আবার এনডিএ-তে যোগ দিয়েছি এবং এখন ডিসিএম হিসাবে দায়িত্ব পালন করছি, তবে একটি বিষয় নিশ্চিত - আমি কখনই আমার আদর্শ ত্যাগ করিনি।"
অজিত পাওয়ার আরও বলেন, "মহায়ুতি ফের ক্ষমতায় আসবেন। এই সরকারের আবার ক্ষমতায় আসা উচিত কারণ আমাদের আগামী পাঁচ বছর লাডলি প্রকল্প রাখতে হবে। ওঁরা (বিরোধীরা) ক্ষমতায় এলে এই প্রকল্প বন্ধ করে দেবে।"