নিজস্ব সংবাদদাতাঃ ঝাড়খণ্ড ও মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন নিয়ে এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি বলেছেন, "আমাদের দল আদিল হাসান এবং রিয়াজ উল হাসান এফেন্দিকে (ঝাড়খণ্ডে) পাঠিয়েছে। তারা সেখানে গিয়ে দেখবে আমাদের কী করা উচিত, কয়টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করা উচিত বা উচিত নয়। আখতারুল ঈমান দেখবেন বিহার উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা উচিত কিনা। মহারাষ্ট্রে আমরা ৫ জন প্রার্থী ঘোষণা করেছি। মহারাষ্ট্রে ইতিমধ্যেই আমাদের দু'জন বিধায়ক রয়েছেন। আমরা সংখ্যা বাড়ানোর চেষ্টা করব। আমরা আশা করব, শিন্ডে-ফড়নবিশ সরকার জনাদেশ পাবে না। আমরা মনে করি যে প্রতিটি সম্প্রদায়ের একটি রাজনৈতিক কণ্ঠস্বর থাকা উচিত।"