নিজস্ব সংবাদদাতা: বিজেপি শাসিত রাজ্যগুলি, এমনকি বিজেপিকে সমর্থন জানাচ্ছে এমন আঞ্চলিক দলগুলিও ইউনিফর্ম সিভিল কোডের সমর্থনে গিয়েছে। কিন্তু বিজেপি বিরোধী দলগুলি একদমই সমর্থন জানাচ্ছে না এই নীতির ওপর। বিরোধীদের একাংশের দাবি, বিভাজনের রাজনীতি করতে এবার আইন আনছে মোদি সরকার। যা দেশের সর্ব ধর্ম সমন্বয়ের কাঠামোকে চূর্ণ-বিচূর্ণ করবে।
এই বিষয়েই নির্বাচনী ইস্তেহারে কড়া বার্তা দিল AIADMK। সেই নির্বাচনী ইস্তেহারে বলা হয়েছে, "এআইএডিএমকে ভারত সরকারকে অনুরোধ করবে এমন একটি অভিন্ন সিভিল কোডের জন্য সংবিধানে কোনো সংশোধনী না আনার। কেননা এই সংশোধনী ভারতের সংখ্যালঘুদের ধর্মীয় অধিকারের ওপর বিরূপ প্রভাব ফেলবে।"
কিন্তু AIADMK-এর এই অনুরোধ বিজেপি রাখবে না বলেই মনে করছেন রাজনৈতিক কারবারিরা।