মেয়েদের বিশ্বকাপে এবার AI! বিরাট পদক্ষেপ ICC-র

মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে জানা গেল বড় খবর।

author-image
Aniruddha Chakraborty
New Update
,মন

নিজস্ব সংবাদদাতাঃ মরুশহরে শুরু হয়েছে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই টুর্নামেন্ট বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু সেদেশে হাসিনা সরকারের পতনের পর অনেক কিছু বদলে গিয়েছে। সেই পরিস্থিতিতে মরুশহরে সরে আসে আইসিসি মহিলাদের টি-২০ বিশ্বকাপ। আর এবার এই টুর্নামেন্টে ব্যবহার করা হচ্ছে কৃত্তিম বুদ্ধিমত্তার। সোশ্যাল মিডিয়ায় ক্রিকেটারদের লক্ষ্য করে একাধিক নেটিজেন অনেক সময় কু-মন্তব্য, নোংরা কথা প্রকাশ করেন। এবার সেই সব রুখতে আসরে আইসিসি।

মেয়েদের ফুটবল বিশ্বকাপেও এই পদক্ষেপ নেওয়া হয়েছিল। এবার ক্রিকেট বিশ্বকাপে আইসিসি এই উদ্যোগ নিল। এআই এর সাহায্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের আক্রমণ রোখা যাবে। এই প্রকল্পের আওতায় ইতিমধ্যেই ৬০ জন ক্রিকেটার এসেছেন। টি-২০ বিশ্বকাপ চলাকালীন সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে একটি সফটওয়্যার ব্যবহার করে নজরদারি চালাবে আইসিসি।

সোশ্যাল মিডিয়ায় কদর্যভাবে আক্রমণের ফলে অনেক ক্রিকেটার মানসিক দিক থেকে বিপর্যস্ত হয়ে পড়েন। আইসিসি তাই চাইছে ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্য যেন ঠিক থাকে। ব্রিটিশ সফটওয়্যাল গোবাবলকে তাই বেছে নিয়েছে আইসিসি। এই কোম্পানি এআই কাজে লাগিয়ে আইসিসির সোশ্যাল মিডিয়া সাইটগুলো পরিচালনা করবে। পাশাপাশি নোংরা মন্তব্য ছড়ানো, মহিলা বিদ্বেষী মন্তব্য চিহ্নিত করবে।