নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ এক গোষ্ঠী থেকে অন্য গোষ্ঠী, এক সম্প্রদায় থেকে অন্য সম্প্রদায়— জাতিসত্তার আন্দোলন ক্রমেই প্রসারিত হচ্ছে জঙ্গলমহলে। লোকসভা ভোটের আগে জাতিসত্তার দাবিটিকে আরও জোরালভাবে প্রশাসনের নজরে আনতে এবার পথে নামছেন সদগোপ সম্প্রদায়। নিজেদের অধিকার বুঝে নিতে রবিবার সদগোপ সমাজ একত্রিত হয়েছিলেন লোধাশুলি এলাকার এক অথিতি শালায়।
রবিবার ঝাড়গ্রাম জেলার লোধাসুলিতে আয়োজিত হল সদগোপ আন্দোলনের জেলা সম্মেলন। ঝাড়খন্ড রাজ্যের সদগোপ সমাজের রাজ্য সভাপতি রণজিৎ বালা জানান,'' অন্যান্য রাজ্যে আমরা ওবিসি তালিকা ভুক্ত হলেও বাংলায় হয়নি। বাংলায় তালিকাভুক্ত না হওয়ার জন্য কেন্দ্রীয় সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। আজকের এই আলোচনা সভায় আগামী দিনের রূপরেখা ও জেলা কমিটি গঠন করা হলো।
এছাড়াও উপস্থিত ছিলেন সদগোপ আন্দোলনের ঝাড়্গ্রাম জেলা সভাপতি চন্দ্রশেখর সাউ, সদগোপ সমাজের নেতা অবনী কুমার ঘোষ।আগেই দাবিতে সরব হতে দেখা গেছে কুড়মি,আদিবাসী,মুন্ডা,ভূমিজ সংগঠন গুলিকে।জঙ্গলমহলে ছড়িয়ে পড়েছে আন্দোলনের রাস।চাপ বেড়েছে রাজনৈতিক দল গুলির উপর। লোকসভা নির্বাচনেরর আগে জঙ্গলমহলে একের পর এক আন্দোলন সংগঠিত হচ্ছে তাতে যথেষ্ট চাপে পড়তে চলেছে রাজ্যের শাসকদল।এগুলোর মধ্যেই মাথাচাড়া দিয়ে উঠল সদগোপ সমাজ।