নিজস্ব সংবাদদাতাঃ বায়রন বিশ্বাসের (Bayron Biswas) দল বদল সারা ফেলে দিয়েছে রাজনৈতিক মহলে। রাজনৈতিক ব্যক্তিত্ব মন্তব্য করছেন এই দল বদলের প্রসঙ্গে। সাগরদীঘি (Sagardighi) উপনির্বাচনে তৃণমূলকে (TMC) হারিয়ে আলোচনায় উঠে এসেছিল কংগ্রেস (Congress)। অনেকেই ভাবতে শুরু করে ছিলেন সাগরদীঘি উপনির্বাচনের ফলাফল তৃণমূলের জন্য শিক্ষণীয়। পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের পক্ষ থেকে খেলা ঘোরানো হয়েছে বলে রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন। কংগ্রেস ছেড়ে বায়রন এখন তৃণমূলে। ঘটনা প্রসঙ্গে বিজেপি (BJP) নেত্রী অগ্নিমিত্রা পল বলেছেন, "এরাজ্যে তৃণমূলের একমাত্র বিরোধী বিজেপি। কংগ্রেস বিধায়ক বায়রন বিশ্বাস জেতার তিন মাসের মধ্যে দল বদল করলেন। ফের বিধানসভায় শূন্য কংগ্রেস। এরপরে কংগ্রেস ও সিপিএম জোট কীভাবে জনগণের কাছে গিয়ে ভোট চাইবে? এই জোটকে ভোট দেওয়া মানে তৃণমূলকে ভোট দেওয়া। তাই বাংলার ভোটাররা ভেবে দেখবেন।"