নিজস্ব সংবাদদাতা: গত কয়েকদিন ঠান্ডার অনুভূতি বেশ কমই ছিল। মনে হচ্ছিল এবার বিদায়ের পালা। তবে যেতে যেতে ফের ফিরে তাকাল ঠান্ডা। গতকাল থেকেই আকাশ পরিষ্কার হয়েছে। আর তারপরই শুরু হয়েছে উত্তুরে হাওয়া। গতকালই ঠান্ডার স্পেল নেমেছে অনেকটা। একধাক্কায় তাপমাত্রা কমেছে ৪ থেকে ৫ ডিগ্রি। আর আজ তা নামল আরও একটু।
আজ হাওড়ার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৯ শতাংশ। হাওয়ার গতিবেগ ঘন্টায় ১০ কিলোমিটার। আগামী কয়েকদিনে অবশ্য তাপমাত্রা একটু একটু করে বাড়বে বলেই জানা যাচ্ছে।