নিজস্ব সংবাদদাতা: গত দু’দিন ধরে বেশ একটা আরামের জীবন কাটিয়েছে বঙ্গবাসী। একদিকে সেই অর্থে রোদের দেখা নেই সারাদিন, আবার সন্ধ্যের পর ঠান্ডা বাতাস, সব মিলিয়ে বেশ আরামদায়ক পরিবেশ। তবে এবার শেষ হচ্ছে আরামের দিন। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে আজ থেকেই।
বুধবার পশ্চিমের কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হবে। তবে সব জায়গায় নয়। পাশাপাশি দিনের তাপমাত্রা বাড়বে। এমনকি ৪০ ডিগ্রি ছুঁতে পারে তাপমাত্রা। তবে এক্ষেত্রে উত্তরবঙ্গে এখনও বৃষ্টিপাত জারি থাকবে।
আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২ থেকে ৩ দিন দুই বঙ্গেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে ঝোড়ো হাওয়া চলবে। ২ দিন পর থেকে দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। পশ্চিমের জেলা অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমানে ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে দিনের তাপমাত্রা।
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭৫ শতাংশ। বাতাসে হাওয়ার গতিবেগ ঘন্টায় ১০ কিলোমিটার। আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও বাড়বে বলেই জানা যাচ্ছে।