নিজস্ব সংবাদদাতা: তিনি নাকি মহিলা ও শিশু উন্নয়ন দফতরের এক আধিকারিক। অথচ তাঁর বিরুদ্ধেই এল নাবালিকার ওপর যৌন নির্যাতনের অভিযোগ। এমনই অভিযোগে চাঞ্চল্য ছড়াল রাজধানীতে।
এই সম্পূর্ণ বিষয়টি প্রকাশ্যে আনলেন দিল্লি মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল। তিনি সম্প্রতি টুইট করে জানিয়েছেন, “দিল্লিতে মহিলা ও শিশু উন্নয়ন দফতরের ডেপুটি ডিরেক্টর পদে বসা এক সরকারি আধিকারিকের বিরুদ্ধে এক কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। পুলিশ তাকে এখনও গ্রেফতার করতে পারেনি। এই বিষয়ে ইতিমধ্যেই দিল্লি পুলিশকে নোটিশ জারি করা হয়েছে। যার কাজ ছিল কন্যাদের রক্ষা করা সে যদি শিকারী হয়ে যায়, তাহলে মেয়েরা যাবে কোথায়! শিগগিরই গ্রেফতার করতে হবে অভিযুক্তকে!”
তাঁর এই টুইটের পরই নড়েচড়ে বসে দিল্লি পুলিশ। সেই সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।