পাকিস্তানের একের পর এক হামলার ছক, সীমান্ত পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ে বৈঠকে বসছেন অমিত শাহ
ভারতে বসেই পাকিস্তানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর্যবেক্ষণ করলেন, দিল্লির পাশে থাকার বার্তা দিয়ে পাক সফরে সৌদি বিদেশমন্ত্রী
হোশিয়ারপুর থেকে উদ্ধার ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ! প্রবল আতঙ্ক গ্রামবাসীদের মধ্যে
দিল্লিতে বাড়ল সতর্কতা! লাল কেল্লা, কুতুব মিনারের মতো জায়গায় নিরাপত্তা জোরদার
ভারত-পাক উত্তেজনার জেরে কড়া নজরবন্দি বিমানবন্দর, যাত্রীদের জন্য জারি জরুরি নির্দেশ
মুম্বাই উপকূলে সতর্কতা জারি! সমুদ্র সৈকতগুলো খালি করার নির্দেশ
ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা! স্থগিত করা হল সিএ পরীক্ষা
নিয়ন্ত্রণ রেখায় ফের উত্তেজনা! ভারতীয় চেকপোস্ট গুঁড়িয়ে দিল পাকিস্তান?
পঞ্চকুলায় বিমান হামলার সাইরেন

পুরুলিয়ায় ফের ডাকাতি, এবার রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক

রাতের অন্ধকারে ব্যাঙ্কে পা রাখে ডাকাতের দল। পা রাখা মাত্রই বিপদ ঘণ্টি বেজে ওঠে ও তৎক্ষণাৎ চম্পট দেয় ডাকাতের দল।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
ezgif.com-webp-to-jpg (33).jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: পুরুলিয়ায় সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের শোরুমে ডাকাতির কিনারা হওয়ার আগেই, এবার হুড়ায় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ডাকাতির ঘটনা। মাত্র ৪ দিনের ব্যবধানে ফের ডাকাতির ঘটনা। আতঙ্ক জেলা জুড়ে।

যা জানা যাচ্ছে, গতকাল রাত ৯টা নাগাদ প্রথমে ঐ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএমে হানা দেয় ডাকাতদল। লুঠের চেষ্টা ব্যর্থ হওয়ায়, এরপর ব্যাঙ্কের শাটার ভেঙে, গ্রিল কেটে ভিতরে ঢুকে পড়ে কয়েকজন ডাকাত। স্থানীয়দের দাবি, দুষ্কৃতীরা সংখ্যায় ৪-৫ জন ছিল। কিন্তু ব্যাঙ্কে পা দেওয়া মাত্রই বিপদ ঘণ্টি বেজে ওঠে ও তৎক্ষণাৎ চম্পট দেয় ডাকাতের দল।

ঘটনার ১২ ঘন্টা পেরিয়ে গেলেও এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এর আগে হত ২৯ অগস্ট, পুরুলিয়ার সেনকো গোল্ডের শোরুমে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটে। প্রায় ৮ কোটি টাকার গয়না লুঠ হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের। ৪ দিন পেরিয়ে গেলেও এই ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি। আর তারই মধ্যে ঘটল এই ঘটনা। স্বভাবতই মানুষের মধ্যে আতঙ্ক আরও বাড়ছে।