নিজস্ব সংবাদদাতা: ঠান্ডার অনুভূতি এই কয়েকদিন কমই ছিল, যা ছিল তা মেঘ ও কুয়াশার দাপট। তবে আজ থেকে ফের বদলাবে আবহাওয়া। কেননা ভোর থেকে শুরু হয়েছে উত্তুরে হাওয়া। আর তাতেই বোঝা যাচ্ছে, সত্যিই হতে চলেছে হাওয়া অফিসের পূর্বাভাস। আগামী ২ দিন ফের একটু অনুভব হবে ঠান্ডা। হাড় কাঁপানো ঠান্ডা না পড়লেও ভালোলাগা ঠান্ডা অনুভব করবে বঙ্গবাসী। তবে এও ঠিক এই শীতই হইতো হতে চলেছে এই মরশুমের শেষ শীত। এরপরই বসন্তের আগমণ ঘটবে।
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮৫ শতাংশ। আর হাওয়ার গতিবেগ ঘন্টায় ১১ কিলোমিটার।