নিজস্ব সংবাদদাতাঃ সুলতান বাজার এলাকায় পারস আতশবাজিতে আগুন লাগে। দমকলের গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
জেলা দমকল আধিকারিক এ ভেঙ্কান্না বলেন, "আমরা রাত ৯.১৮ মিনিটে একটি ফোন পাই। আগুন ব্যাপক আকার ধারণ করায় আরও রক্ষী ডাকা হয়। তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।"
এই বিষয়ে সুলতানবাজারের এসিপি কে শঙ্কর বলেন, "রাত সাড়ে ১০টা থেকে ১০.৪৫ নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। এটি এমন একটি রেস্তোরাঁ যা পুরোপুরি পুড়ে গেছে। ৭-৮টি গাড়ি পুড়ে গেছে। এতে এক নারী সামান্য আহত । পটকার দোকানের নাম পারস ফায়ারওয়ার্কস। দোকানের কোনো সার্টিফিকেট নেই। এটি একটি অবৈধ দোকান ছিল। আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। রেস্টুরেন্টটি ক্ষতিগ্রস্ত। আগুনের লেলিহান শিখা পড়ে আশপাশের এলাকায়। আগুন নিভে যায়। আবাসিক এলাকা হলে আরও বেশি ক্ষতি হতে পারত।"