নিজস্ব সংবাদদাতা: পরীক্ষা কেন্দ্রে পৌঁছেই অসুস্থ হয়ে পড়লো এক ছাত্রী। ঘটনা খাতড়া কংসাবতী শিশু বিদ্যালয়ের। ওই ছাত্রী কাঁকড়াদাড়া হাই স্কুলের পড়ুয়া।
ছাত্রী অসুস্থ হয়ে পড়লে তড়িঘড়ি প্রশাসনের তরফে ওই তাকে খাতড়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। আর হাসপাতালেই পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয় ওই ছাত্রীর।
খাতড়া কংসাবতী শিশু বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রকাশ বন্দ্যোপাধ্যায় এই খবর জানিয়ে বলেন, কাঁকড়াদাড়া হাই স্কুলের পরীক্ষার্থীরা আমার স্কুলে পরীক্ষা দিচ্ছে। শনিবার পরীক্ষা শুরুর আগেই এক ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। পেট ব্যথার উপসর্গ নিয়ে তাকে খাতড়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। অতি দ্রুততার সঙ্গে নির্দিষ্ট সময়ের মধ্যে সেখানেই তার পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে"।
খবর পেয়ে হাসপাতালে যান খাতড়ার বিডিও দেবজিৎ দাস। তিনি বলেন, "আপাতত কোন সমস্যা নেই। হাসপাতালের বেডে বসে যাতে ওই পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারে তার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে"।