শুধু ডেঙ্গি নয়, এবার চিকুনগুনিয়াও, কাঠগড়ায় রাজ্য

ফের কেন্দ্রকে সঠিক তথ্য না দেওয়ার অভিযোগ উঠল রাজ্যের বিরুদ্ধে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
mosquito (1).jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: ডেঙ্গির পর চিকুনগুনিয়া। রাজ্যের কপালে জুটল সেই প্রশ্নচিহ্ন। ফের কেন্দ্রকে সঠিক তথ্য না দেওয়ার অভিযোগ উঠল রাজ্যের বিরুদ্ধে।

যা জানা যাচ্ছে, ন্যাশনাল সেন্টার ফর ভেক্টর বোর্ন ডিজিজকে তথ্য না দেওয়ার অভিযোগ উঠেছে রাজ্যের বিরুদ্ধে। চলতি বছরে পশ্চিমবঙ্গে কতজন চিকুনগুনিয়ায় আক্রান্ত তা জানতে চাওয়া হয় রাজ্যের কাছে। সেই প্রশ্নের উত্তরে রাজ্য নো রিপোর্ট কালেক্টেড লিখে পাঠায়। কোনও উত্তর না মেলায় তথ্য না দেওয়ার অভিযোগ ওঠে রাজ্যের বিরুদ্ধে।

মূলত, নিয়ম অনুযায়ী, ডেঙ্গি টেস্টের রিপোর্ট নেগেটিভ এলে তার ৭ থেকে ১০ দিন পর চিকুনগুনিয়া টেস্ট করা বাধ্যতামূলক। কেননা ডেঙ্গি এবং চিকুনগুনিয়ার লক্ষণ সব এক। তাই কারোর ডেঙ্গি রিপোর্ট নেগেটিভ এলে সমান ভাবে চিকুনগুনিয়া টেস্ট করে দেখা উচিত বলেই মনে করেন চিকিৎসকেরা। অথচ রাজ্যে একটিও চিকুনগুনিয়া টেস্ট না হওয়ায় রীতিমতো ক্ষুব্ধ ন্যাশনাল সেন্টার ফর ভেক্টর বোর্ন ডিজিজ।