২৩ জানুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি- মাংস বিক্রয় বন্ধ- কেনো? জানুন বিস্তারিত...

২৩ জানুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ মাংস বিক্রয়। কেনো?

author-image
Debapriya Sarkar
New Update

নিজস্ব সংবাদদাতা : এয়ারফোর্স স্টেশন ইয়েলহাঙ্কায় এই বছর, অর্থাৎ ২০২৫ এর ১০ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে Aero India-2025 শো। এই কারণে, ২৩ জানুয়ারি ২০২৫ থেকে ১৭ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত এয়ারফোর্স স্টেশন ইয়েলহাঙ্কার ১৩ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে মাংসের দোকান, আমিষ-ভোজী স্টল, আমিষ-ভোজী হোটেল/রেস্তোরাঁ এবং আমিষ/মুরগি/মাছ বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। সংশ্লিষ্ট সকল হোটেল/রেস্তোরাঁ মালিকদের এই নির্দেশনা মেনে চলার জন্য নোটিশ দেওয়া হয়েছে।

publive-image

এই নিষেধাজ্ঞা লঙ্ঘন করলে বিবিএমপি অ্যাক্ট ২০২০ এবং ভারতীয় বিমান বিধি ১৯৩৭, বিধি ৯১ অনুযায়ী শাস্তি হতে পারে।