নিজস্ব সংবাদদাতাঃ দিন কয়েক আগেই সামাজিক মাধ্যমে অভিনেত্রী রূপা ভট্টাচার্য জানিয়েছিলেন, একের পর এক নোংরা ভাষায় আক্রমণ করা হচ্ছে তাঁকে। তাঁর অভিযোগ ছিল, সোশ্যাল মিডিয়াতে অশালীন ভাষায় লেখা হচ্ছে তাঁর বিরুদ্ধে। এই নিয়ে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগও করেছিলেন অভিনেত্রী। এর দিন কয়েক পর এফআইআর দায়ের করলেও এখনও পর্যন্ত পুলিশি পদক্ষেপ না করার অভিযোগ তুলে ফের সরব হলেন তিনি।
সামাজিক মাধ্যমে এদিন রূপা লেখেন, “গণ মাধ্যমের চাপে পড়ে গত শনিবার পাটুলি থানা এফআইআর নিতে বাধ্য হয়েছিল। রাত ১০ টা অবধি বসে থেকে এফআইআরের কপি নিয়ে ফিরেছি। তারপর থেকে আজ পরের শনিবার অবধি ওদের কোনও খবর নেই। মাঝখানে একবার আমরা ফোন করাতে বলেছে meta নাকি মেইলের উত্তর দেয়নি। দিলেই, কিছু এগলেই আমায় জানানো হবে। এদিকে একটা অ্যাকাউন্ট থেকে এখনও বাজে কমেন্টস করা হচ্ছে। সব কটা প্রোফাইল লিংক আর সাথে সব কটা স্ক্রিনশটের বিবরণী দেওয়ার পরেও এসব চলছে । এক সপ্তাহে পুলিশের তরফ থেকে কোনও যোগাযোগ করা হয়নি।”
রূপা আরও জানান, পুলিশের উপর আস্থা রাখতে পারছেন না তিনি। তবে যা ঘটছে তাতে ভাল নেই তিনিও। তাই জনতার দরবারেই বিচারের আশায় এই অভিনেত্রী।