প্রতিবাদী আয়ুষ্মান, কবিতাই মাধ্যম

অভিনব উপায়ে প্রতিবাদ জানালেন জনপ্রিয় বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা।

author-image
Shroddha Bhattacharyya
New Update
Ayushman

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: আরজি কর কাণ্ড নিয়ে উত্তাল চারিদিক। ১৪ আগস্ট মধ্যরাতে কার্যত সূর্যোদয় ঘটিয়েছেন বাংলার প্রতিবাদী জনতা। সেই প্রতিবাদের সুর ছড়িয়ে পড়েছে বলিউড জগতেও।

Ayushmann Khurrana on Hindi Row: 'We Can't Put One Language At Forefront  Whether It's Old Or New' | Exclusive - News18

শুধুই কি রাস্তায় নেমে স্লোগান দিয়েই প্রতিবাদ হয়? না বোধহয়। এবার কবিতার মাধ্যমে অভিনব শান্ত এবং ধীর-স্থির প্রতিবাদ জানালেন জনপ্রিয় বলি অভিনেতা আয়ুষ্মান খুরানা।

Ayushmann Khurrana Recalls Doing 3 Not-So-Good Films As He Didn't Have The  Power To Do Anything

অভূতপূর্ব একটি কবিতার মাধ্যমে নিজের প্রতিবাদ প্রকাশ্যে আনলেন তিনি। যার প্রথম লাইনের বাংলা তর্জমা করলে দাঁড়ায় যে, "আমি যদি ছেলে হতাম, তবে দরজায় ছিটকিনি না লাগিয়ে নিশ্চিন্তে ঘুমোতে পারতাম।" খুব স্বাভাবিকভাবেই আয়ুষ্মানের প্রতিবাদের এই ভাষা মন কেড়েছে সক্কলের।