নিজস্ব সংবাদদাতা: রাজ্যের তিনটি লোকসভা কেন্দ্রে চলছে আজ দ্বিতীয় দফার ভোটগ্রহণ পর্ব। আর এই দফাতেই একের পর এক অভিযোগ আসছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। মূলত, বালুরঘাট, রায়গঞ্জ কেন্দ্রেই কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ আসছে। বিজেপি কে ভোট দেওয়ার জন্য জোর দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী, এমনই অভিযোগ করছে তৃণমূল।
বালুরঘাট ও রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের একাধিক বুথ থেকে সেই অভিযোগ আসছে বলে জানা যাচ্ছে। অনেক ক্ষেত্রেই বলা হচ্ছে, জওয়ানরা মহিলা ভোটারদের উত্যক্ত করছে। আবার কোনও কোনও জায়গায় মারধরের অভিযোগও সামনে আসছে। সমগ্র অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনে। এর মধ্যে কিছু অভিযোগ খতিয়ে দেখার পর স্বাভাবিক ভাবে ভোট চলছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। আর কিছু ক্ষেত্রে অ্যাকশন টেকেন রিপোর্টও চেয়েছে কমিশন।