বছরভর সম্পদ থাকবে ঘরে, সরস্বতী পুজোতে নিবেদন করুন এই জিনিসটি

জ্যোতিষ মতে সরস্বতী পুজোর দিন যে কোনও কাজ শুরু করার জন্য শুভ। এইদিন সরস্বতীকে নিবেদন করতে হবে জাফরান ক্ষীর।

author-image
Tamalika Chakraborty
New Update
saraswatipuja

নিজস্ব সংবাদদাতা: বিদ্যার দেবী সরস্বতী। জ্যোতিষ মতে এই দিনটি কাজ শুরু করার জন্য শুভ। তবে তার আগে সরস্বতীকে নিবেদন করতে হবে জাফরান ক্ষীর। ক্ষীর তৈরিতে হলুদ, চাল ও জাফরান ব্যবহার করতে হবে। পরিবারের সকলকে এই জাফরান ক্ষীর প্রসাদ হিসেবে খেতে হবে। এই প্রসাদ বিতরণ করতে হবে। 

WhatsApp Image 2024-01-29 at 11.05.07 AM (1).jpeg

WhatsApp Image 2024-01-29 at 11.05.08 AM (2).jpeg

WhatsApp Image 2024-01-29 at 11.05.08 AM.jpeg