নিজস্ব সংবাদদাতাঃ সপ্তাহান্তে মালির মধ্যাঞ্চলে দুটি গ্রামে হামলায় প্রায় ৩০ জন নিহত হয়েছে বলে সোমবার জানিয়েছেন গ্রামীণ কমিউনের মেয়র। তবে এই হামলার জন্য কারা দায়ী তা জানাননি তিনি। পশ্চিম আফ্রিকার এই দেশটিতে আল-কায়েদা ও ইসলামিক স্টেটের সঙ্গে সংশ্লিষ্ট জঙ্গি গোষ্ঠীগুলো সেনাবাহিনী ও বেসামরিক নাগরিকদের ওপর ঘন ঘন হামলা চালায়।
ব্যাংকাসের মেয়র মৌলায়ে গুইন্দো জানান, শনিবার থেকে মোপ্তি অঞ্চলের ব্যাংকাস সার্কেলের ওগোটা ও ওইমবে গ্রামে হামলা শুরু হয়। সশস্ত্র ব্যক্তিরা ঢুকে পড়ে, ঘিরে ফেলে এবং পাশাপাশি অবস্থিত ওগোটা ও ওইম্বে গ্রাম দুটিতে হামলা চালায়। তারা জনগণকে লক্ষ্য করে গুলি চালায় এবং বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়। নিহতের সংখ্যা অনেক বেশি, নারী, পুরুষ ও শিশুসহ প্রায় ৩০ জনের মৃত্যু হয়েছে। গ্রাম দুটিকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে এবং জ্বালিয়ে দেওয়া হয়েছে।