নিজস্ব সংবাদদাতাঃ কেন্দ্রের কাছে বকেয়া টাকা চেয়ে ধর্নাতে বসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। ধর্মতলার শোহীদ মিনারের পাদদেশে দুদিনব্যাপী চলেছে মুখ্যমন্ত্রীর ধর্না। কিন্তু, সেই ধর্না মঞ্চে অনুপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই নিয়ে জল্পনার মধ্যে এবার সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন অভিষেকের পরিবারের সদস্য।
কেন্দ্রের বিরুদ্ধে মমতার ধর্নামঞ্চে অভিষেক কেন একটি বারের জন্যও এলেন না, সেই নিয়ে প্রশ্ন উঠছে দলের অন্দরেও। সেই আবহেই এদিন ফেসবুকে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন অভিষেকের বোন অদিতি গায়েন। তিনি লেখেন, 'যোগ্য ব্যক্তিরা স্থান পায় না, অযোগ্য ব্যক্তিদের নিয়ে ঘর সাজায়'। ঠিক কার উদ্দেশে ওই কথা অদিতি ফেসবুকে লিখেছেন, তা স্পষ্ট নয়। তবে তাঁর এই পোস্ট ঘিরেও জল্পনা শুরু হয়েছে।