নিজস্ব সংবাদদাতাঃ সুপ্রিম কোর্টে বিরাট ধাক্কা খেলেন তৃণমূল নেতা অভিষেক বন্দোপাধ্যায়। সূত্র মারফত জানা গিয়েছে যে, কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিযোগ জানিয়েছিলেন তিনি। কিন্তু সর্বোচ্চ ন্যায়ালয়ে তা ধোপে টেকেনি। খারিজ হয়ে গিয়েছে তার সেই আবেদন।
এক্ষেত্রে উল্লেখ্য যে, শুক্রবার মামলার শুনানিতে অভিষেকের আইনজীবী অভিষেক মনু সিংভি সওয়াল করেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার মক্কেলকে বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি অমৃতা সিনহা আক্রমণ করছেন। তাদের 'অযাচিত' পর্যবেক্ষণে সামাজিক মাধ্যমে সাংসদের মানহানি হচ্ছে।
আইনজীবী অভিষেকের আর্জি ছিল, আদালত ও আদালতের বাইরে বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায় তার মক্কেল সম্পর্কে সব মন্তব্য করেছেন, সেগুলি যেন চলতি তদন্ত প্রক্রিয়ায় প্রভাব না ফেলে তা নিশ্চিত করার জন্য সুপ্রিম কোর্ট যাতে নির্দেশ দেয় সেই আর্জি জানিয়েছিলেন অভিষেক। পাশাপাশি বিচারাধীন বিষয় নিয়ে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সাক্ষাত্কারের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করুক সর্বোচ্চ আদালত।