Abhishek Banerjee : মমতার সুরে সুর মেলালেন অভিষেক

অভিষেক ব্যানার্জীর (Abhishek Banerjee) জনসভাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল শালবনি। কনভয়ের ওপর হামলার অভিযোগ উঠেছিল কুর্মি সমাজের বিরুদ্ধে। যদিও সেটা মানতে নারাজ অভিষেক ব্যানার্জী নিজেই। তিনি ক্লিনচিট দিয়েছেন কুর্মিদের।

author-image
Pritam Santra
New Update
abhishek banerjee

নিজস্ব সংবাদদাতাঃ অভিষেক ব্যানার্জীর (Abhishek Banerjee) জনসভাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল শালবনি। কনভয়ের ওপর হামলার অভিযোগ উঠেছিল কুর্মি সমাজের বিরুদ্ধে। যদিও সেটা মানতে নারাজ অভিষেক ব্যানার্জী নিজেই। তিনি ক্লিনচিট দিয়েছেন কুর্মিদের। শনিবার এই কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। তিনি এই ঘটনার পিছনে ষড়যন্ত্র করা হয়েছে বলে মনে করছেন। মুখ্যমন্ত্রীর মতে, হামলার এই ঘটনা আদপে ঘটিয়েছে বিজেপি। 'ওরা এমন কাজ করতেই পারে না,' বলেছিলেন মমতা।