নিজস্ব সংবাদদাতা: গত ৯ অক্টোবর ইডির তলবে হাজিরা দেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। বরং ইডির নোটিশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গিয়েছিলেন তিনি। আবারও এল নোটিশ। পুজো মিটিতেই সক্রিয় ইডি। দিকে দিকে চলছে বিভিন্ন দুর্নীতি মামলা সংক্রান্ত তদন্ত-তল্লাশি। এরই মধ্যে নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের তলব করেছে কেন্দ্রীয় এজেন্সি।
বৃহস্পতিবার সকালে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে সিজিও কমপ্লেক্সে। তৃণমূলের তরফে জানানো হয়েছে, অভিষেক ইডি দফতরে যাবেন। এ নিয়ে চলতি বছরের ২০ মে থেকে নভেম্বর পর্যন্ত প্রায় ৫ মাসে অভিষেক বন্দ্যোপাধ্যাকে ৬ বার তলব করল সিবিআই ও ইডি।
এই প্রসঙ্গে, তৃণমূল নেত্রী তথা রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা দাবি করেছেন, ‘লোকসভা নির্বাচনের আগে অভিষেককে থামাতেই বারবার সমন করা হচ্ছে। তবে এই ভাবে অভিষেককে থামাতে পারবে না বিজেপি’। এইবারও ইডির মুখোমুখি ঘন্টার পর ঘন্টা বসতে রাজি অভিষেক, বলে জানিয়েছেন শশী পাঁজা।