‘৫-৬ দিন আগেই সিদ্ধান্ত, তারপরই ইস্তফা’: অভিজিৎ গঙ্গোপাধ্যায়

আজ সাংবাদিক বৈঠকে সেই বিষয়ই খোলসা করলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
abhijit ganguly bjp.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: বিচারপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রাজনীতির ময়দানে পা রাখছেন তিনি। পদ্ম শিবিরের হাত ধরেই শুরু হবে তাঁর জীবনের পরবর্তী অধ্যায়। কিন্তু কবে সিদ্ধান্ত নিয়েছিলেন এতো বড় পট পরিবর্তনের? আজ সাংবাদিক বৈঠকে সেই বিষয়ই খোলসা করলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

এদিন তিনি বলেন, “৫-৬ দিন আগেই যোগাযোগ করি বিজেপির সাথে। ওরাও যোগাযোগ করে আমার সাথে। ওদের কথাতে সমর্থন দেওয়ার পরই আমি বিচারপ্রক্রিয়ার কাজ বন্ধ করে দিই। যাতে কেউ এই কথা না বলতে পারে যে আমি রাজনৈতিক ভাবে বায়াসড্‌ হয়ে কোনও মামলার বিচার করছি। তাই আমি নিজেই সব মামলা থেকে সরে দাঁড়ায়। রিটায়ের্মেন্টের ৫-৬ মাস আগে ইস্তফা দিলাম। এতে আমার অনেক আর্থিক ক্ষতি হয়েছে। কিন্তু তারপরও ওরা চেয়েছিল, যে আমি যাতে ময়দানে এসে লড়াই করি। আমি ওদের কথাই রাখলাম”। 

Add 1

স্ব

স