নিজস্ব সংবাদদাতা: ‘তৃণমূলের অন্দরে অন্দরে ভাঙন ধরে গিয়েছে। এই দল আর বেশিদিন নেই’, এদিন কার্যত এই ভাবেই তৃণমূলের উদ্দেশ্যে ভবিষ্যৎবাণী করলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিনের সাংবাদিক বৈঠকে শাসকদলের একাধিক বিষয় নিয়ে সুর চড়ান অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁদের একাধিক দুর্নীতির বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। সেই সাথেই বলেন, ‘আপনাদের কি মনে হয় ২০২৬ পর্যন্ত টিকবে এই দল? ২-১টার বেশি ভোট পাবে না। তৃণমূলের সময় হয়ে এসেছে। যেমনটা ২০০৯ সালে দেখা গিয়েছিল সিপিএমের ক্ষেত্রে, ঠিক তেমনটায় দেখা যাচ্ছে ২০২৪-এ তৃণমূলের ক্ষেত্রেও। আর কি বলা যায়!”