চোপড়ার ঘটনায় তৃণমূলের কাছে জবাব চাইলেন আপ সাংসদ

পশ্চিমবঙ্গের চোপড়ায় স্থানীয় তৃণমূল নেতার ঘনিষ্ঠ এক ব্যক্তির, 'অবৈধ সম্পর্ক'-এর অভিযোগ তুলে এক দম্পতিকে রাস্তায় ফেলে মারধর করার বিষয় সম্পর্কে মন্তব্য করলেন আপ সাংসদ সন্দীপ পাঠক।

author-image
Shroddha Bhattacharyya
New Update
nmhv n

নিজস্ব সংবাদদাতা: একটি ভাইরাল ভিডিওতে দেখা গেছে যে পশ্চিমবঙ্গের চোপড়ায় স্থানীয় তৃণমূল নেতার ঘনিষ্ঠ এক ব্যক্তি, 'অবৈধ সম্পর্ক'-এর অভিযোগ তুলে এক দম্পতিকে রাস্তায় ফেলে মারধর করছে। এই বিষয় সম্পর্কে আপ সাংসদ সন্দীপ পাঠক বলেছেন, "আমি ভিডিওটি দেখিনি এবং আমার কাছে সেই বিষয়ে বিস্তারিত তথ্য নেই।

sandee[p/.jpg

আইনশৃঙ্খলাকে কোথাও প্রভাবিত করা উচিত নয়। দেশের সকলের সমান অধিকার এবং সম্মান থাকা উচিত।

'Congress does not deserve even a single seat in Delhi but...': AAP's  Sandeep Pathak on seat-sharing talks – India TV

কিন্তু রাজনীতি এমন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে যে ঠিক কোনটা, ভুল কোনটা বা কে করছে, কেন করছে তা বোঝা কঠিন হয়ে পড়েছে। এই বিষয়ে তৃণমূল ভালো প্রতিক্রিয়া দিতে পারবে।"

 

Adddd