নিজস্ব সংবাদদাতা: দূষণ সম্পর্কে দিল্লির মন্ত্রী গোপাল রাই বলেছেন, "অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বে দিল্লির সরকার দূষণ রোধের জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ফলস্বরূপ, দিল্লিতে দূষণের মাত্রা আগের বছরের তুলনায় ৩০% কমেছে।
![TYUIOP[]](https://img-cdn.thepublive.com/filters:format(webp)/anm-bengali/media/media_files/pa1aqIqGNq0gPM7DwAWn.jpeg)
এতে সবচেয়ে বড় ভূমিকা হল গ্রিন বেল্ট এলাকার। এই এলাকা বাড়ানোর জন্য আমরা সাড়ে চার বছর কাজ করছি। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল পাঁচ বছরে ২ কোটি গাছ লাগিয়েছেন।
/anm-bengali/media/media_files/z9uvWEd3X1WW9bw7y2fF.jpg)
সেই লক্ষ্যমাত্রা অর্জন করতে পেরে আমরা খুশি। কিন্তু এই বছর সব সংস্থাই ৭ লক্ষ গাছ লাগানোর জন্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।"
/anm-bengali/media/post_attachments/40fe96c944cf1310e796aa1df221e5c9d547c71addb49c5f9a611112292c585d.webp)