আধার কার্ড নিষ্ক্রিয় ! চিঠি গেল ৬০ জনের কাছে, কি ব্যাপার ?

গুরুত্বপূর্ণ এক নথি হল আধার কার্ড।

author-image
Adrita
আপডেট করা হয়েছে
New Update
ফ

নিজস্ব সংবাদদাতাঃ আপনার আধার কার্ড নিষ্ক্রিয় করা হবে। এমনই এক চিঠি ৬০ জনকে পাঠানো হয়েছে, এমনই অভিযোগ উঠেছে বলে সূত্রের খবর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, যাতে ভোট দিতে না পারে, সেই কারণে অনেকের আধার বাতিল করে দেওয়া হচ্ছে। তার পরেই আধার বাতিলের খবর প্রকাশ্যে আসায় এ নিয়ে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করতে শুরু করেছে তৃণমূল। পাল্টা জবাব দিয়েছে কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপিও। 

গত কয়েক দিন ধরেই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আধার বাতিলের খবর এসেছে। সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ কেন্দ্রীয় মন্ত্রীরা সম্প্রতি ফের দেশে নাগরিকত্ব আইন রূপায়ণের বার্তা দেওয়ায় গোটা বিষয়টি ঘিরে আরও সংশয় দানা বেঁধেছে। এর মধ্যে মুখ্যমন্ত্রী মমতা অভিযোগ করেছেন, '' কত টাকা দিয়ে ঘুরে ঘুরে আধার কার্ড করেছে মানুষ। ইলেকশনের আগেই শুনলাম, চা বাগানের অনেকের কার্ড বাতিল করা হয়েছে। শুনেছি, আধার কার্ড নাকি বাতিল করে দিতে বলেছে, যাতে মানুষ ভোট দিতে না পারে। '' 

v