নিজস্ব সংবাদদাতা: তৃণমূল সাংসদ দোলা সেন বলেছেন, "আমরা এখানে তৃণমূলের পক্ষ থেকে এসেছি। রাজ্য সরকার উত্তরবঙ্গে টর্নেডো-আক্রান্ত মানুষদের সাহায্য করতে চায়।
/anm-bengali/media/media_files/tD0cZh9SoLXr1zbPA2i8.png)
কিন্তু এই কাজ করতে গেলে নির্বাচন কমিশনের অনুমতির প্রয়োজন। তাই আমরা এর জন্য আবেদন করেছি এবং আমরা আশাবাদী যে নির্বাচন কমিশন এই অনুমতি দেবে। আজ আমরা তৃণমূলের পক্ষ থেকে উত্তরবঙ্গে টর্নেডো-আক্রান্ত মানুষদের সাথে দেখা করতে এসেছি।"
/anm-bengali/media/post_attachments/wp-content/uploads/2023/08/xdola-sen-tweet.jpg.pagespeed.ic_.5J38md8oO1.jpg)
/anm-bengali/media/post_attachments/65892a666fa5a5f5fa85fc9b60ce5d27228ddaf5b80f5e3014d6d4f7608961d3.webp)