নিজস্ব সংবাদদাতা, অন্ডাল: দীর্ঘদিন ধরে এলাকায় রয়েছে খোলা একটা নিকাশি নালা। নিত্যদিন সেই নালায় পড়ে ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। কখনো কখনো পড়ছে গবাদি পশু, পর কখনো বাচ্চা ছেলেরা খেলতে গিয়েও পড়ছে নালায়। ঘটনাটি অন্ডালের সিদুলি কোলিয়ারির চাণক এলাকার।
স্থানীয় বাসিন্দারা জানান দীর্ঘদিন ধরে কোলিয়ারি কর্তৃপক্ষকে নালাটি ঢেকে দেওয়ার জন্য আবেদন করা হয়েছে। কিন্তু স্থানীয়দের কোন কথাই কর্ণপাত করছে না ই সি এলের সিদুলি কোলিয়ারি কর্তৃপক্ষ। আর সে কারণেই আজ অর্থাৎ শনিবার সকাল থেকেই বাধ্য হয়ে কোলিয়ারির পরিবহন বন্ধ করে বিক্ষোভে সামিল হন স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দা অমরদীপ মাঝি জানান, তাদের একটাই অভিযোগ এলাকায় একটা খোলা রয়েছে সেই নালাটা অবিলম্বে ইসিএল কর্তৃপক্ষ ঢেকে দেওয়ার ব্যবস্থা করুক । নইলে এই নালায় পড়ে নিত্যদিন ছোটখাটো দুর্ঘটনা ঘটছে এলাকায়। স্থানীয়রা জানান নিকাশি নালাটি ঢেকে দেওয়ার ব্যবস্থা না হলে আগামী দিনে আন্দোলন বাড়বে। দীর্ঘ কয়েক ঘন্টা পিসিএল এর পরিবহন অবরোধ থাকে। পরে অবশ্য কোলিয়ারি কর্তৃপক্ষের আশ্বাসে অবরোধ তুলে নেন স্থানীয়রা।