BREAKING: যুদ্ধবিরতির পর আজ হবে ভারত-পাকিস্তান ডিজিএমও (DGMO)-র সেকেন্ড রাউন্ডের বৈঠক ! থাকবে একাধিক দাবি
BREAKING: ফের গাজায় এয়ার স্ট্রাইক করলো ইসরায়েল ! নিহত ৬
BREAKING: ভারত-পাকিস্তানের যুদ্ধবিরতিকে স্বাগত জানালো মার্কিন যুক্তরাষ্ট্র !
BREAKING: এবার ইউক্রেনের ওডেসায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালালো রাশিয়া !
BREAKING: পুতিনের সঙ্গেই হবে আলোচনা ! নিজের অবস্থানে কড়া জেলেনস্কি
BREAKING: ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলে রুশ হামলায় আহত ৬ !
BREAKING: রুশ হামলায় ইউক্রেনের নেচভলোদিভকায় নিহত ৩ !
‘প্রধানমন্ত্রী সেনাদের মনোবল বাড়ালেন, এটি সত্যিই প্রশংসনীয়!’
'সশস্ত্র বাহিনীকে নিয়ে দেশ গর্বিত, তাই তাঁদের জন্যেই এই তিরঙ্গা যাত্রা'

আজ নারায়নগড় থানায় অনুষ্ঠিত হল রক্তদান শিবির

আজ নারায়নগড় থানায় এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। 

author-image
Shroddha Bhattacharyya
আপডেট করা হয়েছে
New Update

নিজস্ব সংবাদদাতা: তীব্র গরমে পশ্চিম মেদিনীপুর জেলায় রক্তের সংকট মেটাতে মেদিনীপুর সি এম ও এইচ অফিস থেকে পশ্চিম মেদিনীপুর জেলার সকল থানাগুলিতে রক্তদান শিবির আয়োজন করার নির্দেশ দেওয়া হয়েছে। সেই অনুযায়ী পশ্চিম মেদিনীপুর জেলার নারায়নগড় থানায় আজ স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল।

publive-image

ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড ব্যাংকের সহযোগিতায় ৩৫ জন রক্তদাতা স্বেচ্ছায় এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করে। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন নারায়নগড় থানার ওসি সূজয় লায়েক, খড়্গপুর থানার সি আই সহ অনান্য পুলিশ কর্মীরা।

publive-image

পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের তত্ত্বাবধানে নারায়নগড় থানার পুলিশ কর্মীরা এই রক্তদান শিবিরে অংশগ্রহন করে।

Add 1