নিজস্ব সংবাদদাতাঃ আদালতে ইডি-র আইনজীবী সওয়াল করেছেন, ৯৫২ জন প্রার্থীকে চাকরি দেওয়া হয়েছে। এর মধ্যে ১৮৩ জন প্রার্থী প্যানেল বাতিল হওয়ার পরও চাকরি পেয়েছেন। মোট ২ হাজার ৮১ জনকে প্রসন্ন রায় চাকরি দিয়েছে অর্থের বিনিময়ে। এর মধ্যে নবম - দশমে ১ হাজার ১৩৫ এবং একাদশ-দ্বাদশ ৯৪৬ জনের চাকরি হয়েছে।
ইডি আদালতে এও জানিয়েছে যে, প্রসন্নর বাড়ি অফিস তল্লাশি করে ৪৯২টি দলিল পাওয়া গিয়েছে। এর মধ্যে অফিস থেকেই উদ্ধার হয়েছে ৩৯২টি জমির দলিল। সেই জমিগুলি ২০১৬-২০২১ সালে কেনা হয়েছে পরিবারের নামে। জমির ভ্যালু কম দেখানো হয়েছে। প্রসন্ন ও তার পরিবারের সদস্যদের নামে ৯০টির বেশি সংস্থা রয়েছে। ২০০ বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে যেখানে প্রচুর টাকা ঢুকেছে। এরপরই ইডি তাঁকে ১৪ দিনের হেফাজতে চেয়ে আদালতে আবেদন করেছে।