নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমানঃ দুর্গাপুরের চতুরঙ্গ মাঠে দুর্গাপুর মহকুমা প্রশাসনের উদ্যোগে ৭৫ তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হয়। পতাকা উত্তোলন করে কুচকাওয়াজের সূচনা করেন মহকুমাশাসক সৌরভ চট্টোপাধ্যায়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুমন কুমার জয়সওয়াল সহ প্রশাসনিক আধিকারিকরা।
কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের অনুষ্ঠান, দমকল বাহিনীর গান স্যালুট এবং ডগ শো প্রদর্শিত হয়। বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠান চলে। পড়ুয়াদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প তুলে ধরা হয় ট্যাবলোর মাধ্যমে। চলে আদিবাসী নৃত্যও। এই কুচকাওয়াজে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগ চলমান গাড়িতে অভিনব সচেতনতা শুরু করেন। ওই গাড়িতে দেখানো হয় যে, দুজন মদ্যপ বাইক চালক বিনা হেলমেটে প্রচন্ড শব্দ করে বাইক চালাচ্ছে। একজন প্রৌঢ়কে রাস্তা পার করাতে গিয়েও সমস্যায় পড়তে হয়েছে ট্রাফিক আধিকারিককে। তখনই রাস্তায় সেই মত্ত চালকদের হুঁশিয়ারি দিতে গদা হাতে রাস্তায় নেমেছে স্বয়ং যমরাজ। এই সচেতনতার বার্তা মানুষের মন কেড়েছে।