নিজস্ব সংবাদদাতাঃ তাইওয়ানের ন্যাশনাল ফায়ার এজেন্সি (এনএফএ) জানিয়েছে, তাইওয়ানের পূর্ব উপকূলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর দেশজুড়ে ৭৭ জন আটকে পড়েছেন। আটকে পড়াদের অবস্থা সম্পর্কে কর্তৃপক্ষ বিস্তারিত কিছু না জানালেও উদ্ধার তৎপরতা চলছে বলে জানিয়েছে।
এনএফএ জানিয়েছে, ৭ দশমিক ৪ মাত্রার ওই ভূমিকম্পে চারজন নিহত ও সাত শতাধিক আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৩২ জন ভূমিকম্পের কেন্দ্রস্থলের নিকটবর্তী হুয়ালিয়েন কাউন্টির বাসিন্দা বলে জানিয়েছে সংস্থাটি।
জানা গিয়েছে, বুধবার তাইওয়ানে ২৫ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে৷ দ্বীপটির পূর্ব উপকূলে ৭ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে৷ এতে ভবন ধসে পড়ে৷ এতে অন্তত চারজন নিহত হয় এবং ওই অঞ্চলজুড়ে সুনামি সতর্কতা জারি করা হয়৷ পরে তা তুলে নেওয়া হয়৷
সূত্রে খবর, সুনামি সতর্কতার কারণে বিমান সংস্থা ও বিমানবন্দরগুলো ফ্লাইট স্থগিত করে, যা পরে আবার শুরু করা হয়।
ন্যাশনাল ফায়ার এজেন্সি (এনএফএ) জানিয়েছে, তাইওয়ানের সকালে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে দ্বীপটির ১২৫টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।