নিজস্ব সংবাদদাতাঃ বেলজিয়ামের প্রসিকিউটররা বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার আওতায় নিষিদ্ধ হতে পারে এমন 'স্পর্শকাতর' পণ্য ও প্রযুক্তি রফতানির সন্দেহভাজন তদন্তের জন্য বেলজিয়াম ও নেদারল্যান্ডসে ছয়জনকে আটক করা হয়েছে।
প্রসিকিউটররা এক বিবৃতিতে বলেন, অজ্ঞাত নামা মার্কিন 'সরকারি সংস্থাগুলোর' দেওয়া তথ্যের ভিত্তিতে এই তদন্ত শুরু করা হয়। সংস্থাগুলো যুক্তরাষ্ট্রে দ্বৈত ব্যবহারের পণ্যের অবৈধ রফতানি এবং অর্থ পাচার নিয়ে তদন্ত করছে।
বেলজিয়ামের নোক্কে-হেইস্ট ও ইকলোতে এবং নেদারল্যান্ডসের স্লুইস ও রটারড্যাম সীমান্তে ব্যক্তিগত বাড়ি ও কোম্পানির সদর দপ্তরে তল্লাশি চালিয়ে ওই ছয়জনকে আটক করা হয়। সন্দেহভাজন বা কোম্পানির নাম প্রকাশ করা হয়নি।