নিজস্ব সংবাদদাতাঃ ইকুয়েডর কর্তৃপক্ষের প্রাথমিক তথ্য অনুযায়ী, ইকুয়েডরে ভূমিধসে অন্তত ছয়জন নিহত ও ৩০ জন নিখোঁজ রয়েছেন। ইকুয়েডরের ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক সচিবালয় এক প্রতিবেদনে জানিয়েছে, দেশটির কেন্দ্রস্থল বানোস দে আগুয়া সান্তা শহরে 'বড় মাত্রার' ভূমিধসের ঘটনা ঘটেছে।
ইকুয়েডরের গণপূর্তমন্ত্রী রবার্তো লুকে জানিয়েছেন, 'ক্ষতিগ্রস্ত সব পরিবারের প্রতি আমার সংহতি।'
সূত্রে খবর, রবিবার মধ্য ও দক্ষিণ আমেরিকার কিছু অংশে নিম্নচাপের কারণে সৃষ্ট ভারী বৃষ্টিপাত হয়েছে, বিভিন্ন দেশ ভূমিধস, শিলা পড়া এবং বন্যার ঝুঁকি বাড়ার বিষয়ে সতর্ক করেছে।