টানা ৬ দিন জল-সঙ্কটে 'রেল শহর'! মাথায় হাঁড়ি-কলসি নিয়ে পৌরসভার সামনে মহিলারা

বাসিন্দারা এবং বিরোধীরা ক্ষোভে ফেটে পড়েছেন।

author-image
Adrita
New Update
ভ

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর: রেল শহরের দেবলপুর থেকে নিমপূরা, বিস্তীর্ণ এলাকা জুড়ে বন্ধ রয়েছে পানীয় জল সরবরাহ। টানা ৬ দিন ধরে বন্ধ রয়েছে ১৩ টি ওয়ার্ডের পানীয় জল সরবরাহ। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত খড়গপুর শহরের ১৩ টি ওয়ার্ডে। ইতিমধ্যেই খড়গপুর পৌরসভার উক্ত ওয়ার্ডগুলির বাসিন্দারা এবং বিরোধীরা ক্ষোভে ফেটে পড়েছেন।

স

পৌরসভার সামনে এসে মাথায় মাটির কলসিতে লিখে বিক্ষোভ দেখাচ্ছেন তারা। তাদের দাবি জল না হলে সারাদিন কিভাবে মানুষ বেঁচে থাকবে। অবিলম্বে পানীয় জলের ব্যবস্থা করতে হবে পৌরসভাকে। খড়গপুর পৌরসভা চেয়ারম্যান কল্যাণী ঘোষ জানিয়েছেন, ঝরিয়ার কাছে জললাইনের পাইপ ফেটে গিয়ে এই বিপত্তি ঘটেছে। যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে কাজ চলছে, খুব শীঘ্রই পানীয় জল সরবরাহ হয়ে যাবে। 

স

স্ব

স