সিবিআই স্ক্যানারে এবার প্রাথমিকের ৫০ জন শিক্ষক

৫০ জন শিক্ষক টাকার বিনিময়ে পছন্দ মত জায়গায় পোস্টিং পেয়েছেন কিনা জানতে চাইল সিবিআই।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
53A4B8_1680610947672_0.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: প্রাথমিক শিক্ষকদের বদলি দুর্নীতি মামলায় এই প্রথম ৫০ জন শিক্ষককে তলব করল সিবিআই। সেই নির্দেশ অনুযায়ী, সকাল ১০টা নাগাদ নিজাম প্যালেসে পৌঁছালেন সেই ৫০ শিক্ষক।

তাঁদের বিরুদ্ধে অভিযোগ ওঠে, এই শিক্ষকরা টাকার বিনিময়ে পছন্দ মত জায়গায় পোস্টিং পেয়েছেন। এর আগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একে ডিজাইন্ড কোরাপশন অর্থাৎ পরিকল্পিত দুর্নীতি বলে মন্তব্য করেন।

আদালতের নির্দেশে প্রেসিডেন্সি জেলে বন্দি প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে এই নিয়ে জেরাও করে সিবিআই। এরপরই আজ ৫০ জন শিক্ষককে নিজাম প্যালেসে তলব করা হয়েছে। সিবিআই সূত্রে খবর, পোস্টিং দুর্নীতি মামলায় চলতি সপ্তাহে মোট ৪০০ জন শিক্ষককে ধাপে ধাপে জিজ্ঞাসাবাদ করা হবে। এরপর হাইকোর্টে রিপোর্ট জমা দেওয়া হবে সিবিআইয়ের পক্ষ থেকে।