নিজস্ব সংবাদদাতা: উত্তরবঙ্গের আবহাওয়া ইতিমধ্যেই বদলেছে। উপরের দিকের ৫ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি শুরু হয়েছে। তবে যা জানা যাচ্ছে, রাজ্যের ৫ জেলায় চোখ রাঙাচ্ছে ভারী বৃষ্টি। আগামী ২ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে সেই ৫ জেলায়। আর তাতেই সাবধান হতে বলেছে হাওয়া অফিস।
যা জানা যাচ্ছে, সেই ৫ জেলা হল উত্তরবঙ্গেরই ৫ জেলা। এমনকি ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও জানা যাচ্ছে। এখন উত্তরবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতর সূত্রে খবর, বাংলার ওপর সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা, তার সঙ্গে দোসর বাংলাদেশের উপর তৈরি হওয়া ঘূর্ণাবর্তের প্রভাব। তার জেরে এই ৫ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর।