নিজস্ব সংবাদদাতা: মাছ ধরতে যাওয়ায় কাল হল। খারাপ আবহাওয়ার মুখে পড়ে গেলেন ৩৬ জন মৎস্যজীবী। টানা দু’দিন ভয়ঙ্কর সমুদ্রের মাঝেই কাটালেন তারা।
যা জানা যাচ্ছে, ভারতীয় নৌ জাহাজ খঞ্জর বঙ্গোপসাগরে পরিদর্শনের সময় জানতে পারে তামিলনাড়ু উপকূল থেকে ১৩০ নটিক্যাল মাইল দূরে আটকে পড়েছে ৩টি মাছ ধরার ভেসেল। সেখানেই আটকে পড়েন ৩৬ জন ভারতীয় মৎস্যজীবী। তাদেরকে সেখানে আটকে থাকতে দেখে ভারতীয় নৌবাহিনী।
তারপর তাদের সাহায্যেই নিরাপদে সমুদ্রতটে ফিরে আসেন ঐ ৩৬ জন। সমুদ্রের মাঝে তাদের ভেসেলের জ্বালানিও শেষ হয়ে যায় এবং ইঞ্জিনও বিকল হয়ে যায়। ফলে আর তারা ফিরে আসতে পারছিলেন না। এরপর ভারতীয় নৌবাহিনীই তাদেরকে নিরাপদে ফিরিয়ে আনেন।