নিজস্ব সংবাদদাতাঃ যুক্তরাষ্ট্রের মিশিগান বিশ্ববিদ্যালয়ের অ্যান আর্বার ক্যাম্পাসের একটি ভবনে ফিলিস্তিনপন্থী একদল বিক্ষোভকারীর হামলায় ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে ও দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীরা রুথভেন প্রশাসন ভবনে পুলিশকে ধাক্কা দিচ্ছে, যেখানে স্কুল সভাপতি সান্তা ওনোর অফিস রয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপ-পুলিশ প্রধান মেলিসা ওভারটন বলেন, 'আনুমানিক ২০০ জন লোক ভবনটিতে প্রবেশ করে। ভেতরে ঢোকার পর বিক্ষোভকারীরা স্লোগান দেয়, বিশ্ববিদ্যালয়টিকে ইসরায়েলের কাছ থেকে বিচ্ছিন্ন করার আহ্বান জানায় এবং ফিলিস্তিনি পতাকা উত্তোলন করে। রাজ্য পুলিশ সহ প্রায় ১০ টি পুলিশ সংস্থা ক্যাম্পাস কর্মকর্তাদের সহায়তা করেছে।'