নিজস্ব সংবাদদাতাঃ জানা গিয়েছে, পেরুর মধ্যাঞ্চলে রবিবার একটি যাত্রীবাহী বাস ও একটি মালবাহী ট্রেনের সংঘর্ষে চারজন নিহত ও ৩০ জনেরও বেশি আহত হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানী লিমা থেকে প্রায় ১১০ মাইল (১৭৭ কিলোমিটার) পূর্বে লা ওরোয়া জেলায় ভোর ৪টার পর এই দুর্ঘটনা ঘটে। দেশটির পরিবহন ও যোগাযোগ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, অগ্নিকাণ্ডের কারণ তদন্ত করে দেখা হচ্ছে। ট্রেন ও বাস উভয়ই বেসরকারিভাবে পরিচালিত হয়েছিল, প্রয়োজনীয় সমস্ত পারমিট ছিল।
মন্ত্রণালয় জানিয়েছে, আহতদের নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম প্রকাশ করেনি সংস্থাটি।
পুলিশ জানিয়েছে, বাসটি লিমা থেকে হুয়ানকায়ো শহরের দিকে যাচ্ছিল। সেন্ট্রাল হাইওয়েতে উল্টে যাওয়া বাসটি।