নিজস্ব সংবাদদাতাঃ পশ্চিম তীরের তুলকারেম শহরের কাছে নুর শামস ক্যাম্পে বিমান হামলায় চার ফিলিস্তিনি নিহত হয়েছেন।
জানা গিয়েছে, ওই এলাকায় কর্মরত ইসরায়েলি সেনাদের ওপর বিস্ফোরক ডিভাইস দিয়ে হামলা চালানোর পর এই হামলা চালানো হয়। নিহতদের মধ্যে কয়েকজন ওয়ান্টেড সন্ত্রাসী। এই ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।
সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত সন্দেহে ওয়ান্টেড ফিলিস্তিনিদের আটক করতে জেনিন ও সংলগ্ন শরণার্থী শিবিরে কাজ করছে বলে আইডিএফ জানিয়েছে।