নিজস্ব সংবাদদাতা: ভোট সন্ত্রাসের অভিযোগ জানাতে রাজভবনে খোলা হয়েছে ২৪ ঘন্টার কন্ট্রোল রুম। তার হইতো কিছু সময়ই পেরিয়েছে। আর তাতেই অভিযোগের সংখ্যা ছাড়িয়েছে ৩০০-রও বেশি। ফোন রাখতে না রাখতেই ফোন ঢুকছে অভিযোগের। কেউ বলছেন প্রাণনাশের হুমকি দিচ্ছে, তো কেউ বলছেন মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ার জোর প্রয়োগ করা হচ্ছে। কেউ আবার বলছেন মারধর করা হচ্ছে। এমনই নানান অভিযোগ শুনছেন পিস রুমের দায়িত্বে থাকা আধিকারিকরা।
তারা সেই অভিযোগ নিয়ে রাজ্যের মুখ্যসচিবকে এবং রাজ্য নির্বাচন কমিশনকে তা পাঠিয়ে দিচ্ছে। এই ভাবেই চলতে চলতে অভিযোগের সংখ্যা মাত্র কয়েক ঘন্টাতেই পেরিয়েছে ৩০০। সমস্ত অভিযোগের কথা জানতে চাইছেন খোদ রাজ্যপালও।