নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনের তিনটি ক্ষেপণাস্ত্র রাশিয়ার দখলে থাকা ক্রিমিয়ার সঙ্গে মূল ভূখণ্ডের সংযোগকারী একটি সেতুর ওপর থেকে ভূপাতিত করা হয়েছে। সংঘাতের সময় কের্চ সেতু বারবার আক্রমণের শিকার হয়েছে।
রাশিয়ার নিযুক্ত ক্রিমিয়ার প্রধান সের্গেই আকসিয়োনভ বলেন, "কের্চ প্রণালীর কাছে বিমান প্রতিরক্ষা বাহিনী শত্রুর তিনটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। ক্রিমিয়ার সেতু ক্ষতিগ্রস্ত হয়নি।"
কর্মকর্তারা জানিয়েছেন, ইউক্রেনের হামলার চেষ্টার পর সেতুর ওপর দিয়ে যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।