২৬৬৭টি অভিযোগ, শেষ দফার ভোট, মুখ পুড়লো কমিশনের

অভিযোগের পর অভিযোগ জমেও, আখেড়ে ভোট রয়েই গেল সম্পূর্ণ অশান্তি পূর্ণ।

author-image
Atreyee Chowdhury Sanyal
আপডেট করা হয়েছে
New Update
election commi.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: নজির গড়ল লোকসভার শেষ দফা নির্বাচন। সকালেই বোঝা গিয়েছিল বেলা শেষের চিত্রটা কিরকম হবে। আর বিকেল চারটে হতেই মিলে গেল উত্তর। অভিযোগের পাহাড় নিয়ে বসলেন নির্বাচন কমিশন। কিন্তু সারাদিন জুড়ে একটুও বদলালো না চিত্রটা। অভিযোগের পর অভিযোগ জমেও, আখেড়ে ভোট রয়েই গেল সম্পূর্ণ অশান্তি পূর্ণ। রাজ্যের বুকে ফের রয়েই গেল ভোট সন্ত্রাসের চেনা ছবিটা।

fdtrujuiko.png

বিকেল ৪টে পর্যন্ত নির্বাচন কমিশনে মোট অভিযোগ জমা পড়ল ২৬৬৭ টি। এর মধ্যে সিএমএস পোর্টালে জমা পড়া অভিযোগের সংখ্যা ৭৫৪ টি। সি-ভিজিল অ্যাপে জমা পড়া অভিযোগ ১৭০ টি ও এনজিআর‌এস-এ জমা পড়া অভিযোগ ১৭৪৩ টি।

এবার একনজরে দেখে নিন কোন জেলা থেকে এলো কত অভিযোগ -

উত্তর ২৪ পরগনা - ৯০২ টি

দক্ষিণ ২৪ পরগনা - ৬৭৫ টি

দক্ষিণ ও উত্তর কলকাতা – ১৬৬ টি

dgrjhmj,kl..png

Add 1