রেল দুর্ঘটনা-৮টি বগি লাইনচ্যুত! কী জানাল রেল?

ফের ট্রেন দুর্ঘটনা ঘটেছে।

author-image
Aniruddha Chakraborty
New Update
ক্লন

নিজস্ব সংবাদদাতাঃ ফের ভয়াবহ  রেল দুর্ঘটনা। ট্র্যাক থেকে ছিটকে গেল ট্রেন। জানা গিয়েছে, বৃহস্পতিবার অর্থাৎ আজ বিকালে আসামের ডিবলং স্টেশনে আগরতলা-লোকমান্য তিলক টার্মিনাসের ৮টি কামরা লাইনচ্যুত হয়। তবে এই ঘটনায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি। 

উত্তর-পূর্ব সীমান্ত রেলের সিপিআরও জানিয়েছেন, ২৫২০ আগরতলা-লোকমান্য তিলক টার্মিনাস এক্সপ্রেস আজ সকালে আগরতলা থেকে ছেড়ে আসা লামডিং ডিভিশনের লামডিং ডিভিশনের ডিবলং স্টেশনে বিকেল ৫টা ৫৫ মিনিটে লাইনচ্যুত হয়। এতে ট্রেনের পাওয়ার কার ও ইঞ্জিনসহ ৮টি বগি লাইনচ্যুত হয়। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। উদ্ধার ও পুনরুদ্ধার কাজ তদারকির জন্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে দুর্ঘটনা ত্রাণ ট্রেন এবং দুর্ঘটনা ত্রাণ মেডিকেল ট্রেন ইতিমধ্যে লামডিং থেকে সাইটের উদ্দেশ্যে রওনা হয়েছে। লামডিং-বদরপুর সিঙ্গল লাইন সেকশনের উপর দিয়ে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। লামডিং-এ হেল্পলাইন নম্বরগুলো হল-03674 263120, 03674 263126।