নিজস্ব সংবাদদাতা: ২৪ ঘন্টা পার, রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের নিউ আলিপুরের ফ্ল্যাটে এখনও চলছে আয়কর-তল্লাশি। যে আর্থিক অনিয়মের অভিযোগকে সামনে রেখে এই অভিযান, সেই সংক্রান্ত কোনও তথ্য, নথি বা টাকাপয়সা এখনও মেলেনি, এমনটাই জানা যাচ্ছে।
/anm-bengali/media/media_files/o659Qoiw3sh77GEsLR1x.jpeg)
তবে তল্লাশিতে একাধিক মোবাইল ফোন উদ্ধার হয়েছে। সেগুলি খতিয়ে দেখছে তদন্তকারী আধিকারিকরা। দুটি রিয়েল এস্টেট সংস্থায় এখনও তল্লাশি চলছে, সেখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি মিলেছে বলেও খবর মিলছে। কিন্তু একদিন পেরিয়ে যাওয়ায়, স্বাভাবিক ভাবেই চাপা উত্তেজনা তৈরি হয়েছে বিশ্বাস পরিবারে। পরিস্থিতি জটিল কিনা, তা ভাবাচ্ছে মন্ত্রীকেও।
/anm-bengali/media/media_files/legiBtPmHVl56T3wzhB0.jpg)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/media_files/x4vv1arZvfB83eqGaCyH.jpeg)
/anm-bengali/media/media_files/PbRGpAlcEowvcAUxVcOd.jpeg)